পৌরসভা সম্পর্কে
ফটিকছড়ি পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভা। স্থানীয়ভাবে বিবিরহাট নামে পরিচিত এই ছোট্ট শহরটির অবস্থান ধুরুং নদীর পাড়ে। আঞ্চলিক মহাসড়ক R160 (৯৮ কিলোমিটার দীর্ঘ) হাটহাজারী পৌরসভা থেকে ফটিকছড়ি পৌরসভার উপর দিয়ে খাগড়াছড়ি গিয়ে পৌঁছেছে।[১] এটি ২০১১ সালের ৩১ মার্চ বাংলাদেশ সরকার কর্তৃক পৌরসভা হিসেবে ঘোষিত হয়।[২] সেই সাথে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
একনজরে ফটিকছড়ি পৌরসভাঃ
১। পৌরসভার নাম: ফটিকছড়ি পৌরসভা।
২। স্থাপিত: ২০১১খ্রি:
৩। পৌরসভার শ্রেণী: ‘গ’ শ্রেণী।
৪। পৌরসভা কার্যকরি হওয়ার তারিখ: ২৩/০৬/২০১১খ্রি: ।
৫। সরকার মনোনিত পৌর প্রশাসকের
নাম ও কার্যকাল-
ক) অঞ্জনা খান মজলিশ,উপজেলা নিবার্হী অফিসার,
ফটিকছড়ি,চট্টগ্রাম। ২৩/০৬/১১-৫/১১/১২খ্রি:পর্যন্ত।
৬। সর্ব প্রথম নির্বাচিত মেয়র এর নাম- আলআজ্ব মো: ইসমাইল হাসেন।
৭। নির্বাচিত মেয়র এর দায়িত্ব
গ্রহণের তারিখ- ০৬/১১/১২ইং।
৮। নির্বাচিত পৌর কাউন্সিলর এর সংখ্যা- ০৯জন।
৯। পৌর এলাকার আয়তন- ২৫.০২বর্গ কি।
১০। পৌর এলাকার মৌজার সংখ্যা- ০৩টি।
১১। হোল্ডিং সংখ্যা- সরকারী-৫২টি, বেসরকারী-৭২০০টি।
১২। ওয়ার্ড সংখ্যা- ০৯টি।
১৩। লোক সংখ্যা- ১,০০,০০০জন (পুরুষ-৪৫,০০০, মহিলা- ৫৫,০০০)।
১৪। ভোটার সংখ্যা- ৩১,৫৬০ জন।
১৫। স্বাক্ষরতার হার- ৪৫%
১৬। বাজার সংখ্যা – ০৪টি।
১৭। শিক্ষা প্রতিষ্ঠান-
ক) কলেজ ০২টি
খ) উচ্চ বিদ্যালয়- ০৪টি
গ) মাদ্রাসা সংখ্যা- ১০টি
ঘ) প্রাথমিক বিদ্যালয় ১৫টি
ঙ) কিন্ডার গার্ডেন- ০৫টি
১৮। ধর্মীয় প্রতিষ্ঠান-
ক) মসজিদ- ৯২টি
খ) মন্দীর- ১০টি
১৯। ডায়গনষ্টিক সেন্টার ০৭টি
২০। হাসপাতাল সংখ্যা- ০১টি
২১। ব্যাংক এর সংখ্যা- ১০টি
২২। সরকারী ডাক বাংলা ০১টি
২৩। প্রেস ক্লাব সংখ্যা ০১টি
২৪। পাবলিক লাইব্রেরী ০১টি
২৫। সড়কের বিবরণ-
ক) পাকা- ৪০.৯০কিলোমিটার
খ) আধা পাকা- ১২.২৫ কিলোমিটার
গ) কাচা- ৪০কিলোমিটার
২৬। ড্রেন এর বিবরণ-
ক) পাকা- ০২কিলোমিটার
খ) কাচা- ৩০কিলোমিটার
২৭। কমনিউটি সেন্টার- ০৪টি।
২৯। আবাসিক হোটেল- ০২টি